চীনের কিছু বাণিজ্যিক বিশেষজ্ঞ ৩ জুন পেইচিংয়ে সংবাদদাতাদের সাক্ষাত্কার দেওয়ার সময় বলেছেন , চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বিতর্ক সময়পর্বে মার্কিন বাণিজ্য মন্ত্রী কার্লস গটিয়েরেজের চীন সফর দু'দেশের পরামর্শের মাধ্যমে মতানৈক্য দূর করার ইচ্ছা প্রকাশ করেছে । দু'পক্ষের উচিত শান্তভাবে পরামর্শ করে সমস্যা সমাধান করা ।
আন্তর্জাতিক বাণিজ্যিক সমস্যার বিশেষজ্ঞ চৌ শি চিয়েন বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশিদার । গটিয়েরেজের সফর এবং সফরের উদ্দেশ্য থেকে জানা গেছে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় । দু'পক্ষের উচিত পারম্পরিক উপকারিতার নীতিতে বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা ।
চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর যুক্তরাষ্ট্র বিভাগের অর্থনীতি গবেষণা বিষয়ক পরিচালক ওয়াং জি হং মনে করেন , চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংঘর্ষের প্রথম সময়পর্বে দু'দেশের আদান-প্রদান জোরদার এবং সঠিকভাবে সমস্যা সমাধানের প্রতিক্রিয়া মতানৈক্য দূর করার জন্য খুবই সহায়ক ।
গটিয়েরেজ এর আগে পেইচিংয়ে বলেছেন , যুক্তরাষ্ট্র চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় , এবং আশা করে পরামর্শের মাধ্যমে দু'দেশের বস্ত্র দ্রব্যের সমস্যা সমাধান করবে । যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ আনতে চায় না ।
|