|
 |
(GMT+08:00)
2005-06-04 16:53:47
|
ইউরোপীয় ইউনিয়নের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত
cri
ইতালির পররাষ্ট্র মন্ত্রী ফিনি এবং সফররত স্পেনের পররাষ্ট্র মন্ত্রী মোরাটিনোস ৩ জুন রোমে বলেছেন, যদিও ফ্রান্স আর নেদারল্যান্ডের গণভোটে "ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি" নাকচ করা হয়েছে , তবু ইউরোপীয় ইউনিয়নের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া এই কারনে স্থগিত রাখা হবে না।বৈঠকের পর দুই পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, ফ্রান্স আর নেডারল্যান্ডেসএই চুক্তি নাকচ হওয়ার সত্যতা ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের মনোযোগ সৃষ্টি করেছে।ইউরোপীয় ইউনিয়নের উচিত কার্যকর পদক্ষেপ নিয়ে অসুবিধা কাটিয়ে উঠা এবং সংকট নিষ্পত্তি করা।ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশের উচিত " ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তির" অনুমোদনের প্রক্রিয়া অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়া।
|
|
|