এশিয়ার চতুর্থ নিরাপত্তা অধিবেশন ৩ জুন সিংগাপুরে উদ্বোধন হয়েছে । তিনদিনব্যাপী এই অধিবেশনে বিশাধিক এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ ও অঞ্চলের প্রতিরক্ষা মস্ত্রী , সরকারী কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা সন্ত্রাস দমন , সামুদ্রিক নিরাপত্তার সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছেন ।
সিংগাপুরের প্রধান মন্ত্রী লি সিয়েন লুং তাঁর উদ্বোধনী ভাষণে এই অধিবেশনে অংশগ্রহণকারী যাবতীয় দেশ ও অঞ্চলের প্রতি মিলিতভাবে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন । তিনি জোর দিয়ে বলেছেন , চীন ,জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের স্বাভাবিক বিকাশ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
তিনি আরো বলেছেন , চীন ও ভারতের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বের অন্যান্য দেশের জন্য বিশাল সুযোগ যুগাবে । উল্লেখ করা যেতে পারে যে , ২০০২ সাল থেকে লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক রণনীতি গবেষণাগারের উদ্যোগে প্রতিবছর একবার করে এশিয় নিরাপত্তা ফোরাম অনুষ্ঠিত হয় ।
|