কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার ৩রা জুনের ভাষ্যে বলা হয়েছে , কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান মার্কিন যুক্ত রাষ্ট্রের পারমাণবিক হুমকী দূরীকরণ করা থেকে শুরু হওয়া উচিত , শুধু উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রপরিত্যাগ নয় ।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ৩ জুন বলেছেন, যুক্তরাষ্ট্র যে উত্তর কোরিয়াকে "স্বৈরাচারী শাসনের ঘাঁটি" বলে ডাকে , তা কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের সবচেয়ে বড় বাধা।
এ মুখপাত্র উত্তর কোরিয়ার সংবাদদাতার প্রশ্নের উত্তরে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আন্তরিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক সমস্যা সমাধান করতে চায়, তাহলে তার উচিত " স্বৈরাচারী শাসনের ঘাঁটি " ইত্যাদি অপবাদ প্রত্যাহার করে নেওয়া, যাতে ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়ায় এই বাধা এ সরানো যায়।
|