সম্প্রতি আমি কয়েকটি ছোট কিন্তু মজার গল্প পড়েছি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের তার ভাগ দিতে চাই। এ সব গল্প ধন্যবাদ জানানোর সঙ্গে সংশ্লিষ্ট।
আচ্ছা, এখন আমি প্রথম গল্প পড়তে শুরু করবো। একদিন একজন ১০৪ বছর বয়সী নারী একজন বিদেশী প্রেসিডেন্টের কাছে তাঁর দীর্ঘজীবন সম্পর্কে প্রশ্নেরউত্তর দেয়ার সময়ে বলেছেন, প্রথম রসিক হওয়া উচিত। দ্বিতীয় ধন্যবাদ জানানো শিখতে হবে। তিনি আরো বলেছেন, ২৫ বছর বয়সে তাঁর বিয়ে হওয়ার পর প্রত্যেকদিন তিনি বহুবার ধন্যবাদ বলেন। তিনি তাঁর স্বামী, তাঁর বাবা-মা, তাঁর সন্তান আর তাঁর প্রতিবেশীদের সহায়তা, প্রকৃতিরদেয়া বিভিন্ন ধরনের যত্ন এবং প্রত্যেক সুখী এবং মিষ্টি দিনের জন্যে ধন্যবাদ জানিয়েছেন। অন্য লোক তাঁর কাছে একটি আন্তরিক কথা বললে , একটি সাধারণ ব্যাপার কললে বা তাঁর জন্য খুব খুশি দেখালে তিনি কখনো "ধন্যবাদ" বলতে ভূলেন না। কেউ তাঁর দৈনিক অসংখ্য ধন্যবাদে অসুখী তো হন নি, বরং সবাই তাঁকে আরো ভালোভাবে যত্ন নিয়েছেন। আশি বছর কেটে গেছে। "ধন্যবাদ" এই সহজ কথায় কারো স্ত্রী হাসিখুশিভাবে জীবন কাটান। তাই বলা যায়, কত ধন্যবাদ, কত ভালবাসা। কত ভালবাসা, কত ধন্যবাদ।
আচ্ছা, গল্প শোনার পর আপনারা কি কারো কাছে ধন্যবাদ বলতে চান? এবার একটু বিশ্রাম নেবো। এবং এই ফাঁকে একটি সুন্দর চীনা গান শুনবো। গানের নাম হচ্ছে ( তোমার পাশে বসি)
গানের কথা হলো:
তোমার পাশে বসতে খুব আরাম লাগে,
আকাশ নীল হয়েছে, ফুল ফুটেছে, মৃদৃমন্দ বাতাসের ছোঁয়া জুড়িয়ে দেয় মন,
এ সময় আমার প্রতিটি মিনিট, প্রতিটি ক্ষণ ভীষণ ভীষণ দামী।
সন্তানকে শিক্ষাদানে একজন ৮ টি শব্দের সারসংকলন করেছেন। তা হচ্ছে, ধন্যবাদ, কেমন আছেন, দুঃখিত, কষ্ট দিচ্ছি, দেখা হবে, আমার দোষ, প্লীজ এবং আমরা। এর মধ্যে প্রথম কথা হলো ধন্যবাদ।
একজন শিক্ষক ক্যান্সারআক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর শেষ কথা ছিলো ধন্যবাদ। তিনি তাঁর আপনজন,তার ডাক্তার,তার ছাত্রছাত্রীদের কাছে ধন্যবাদ জানিয়েছেন। একজন কৃষক তাঁর হারানো ছাত্রকে সাহায্যকারী সেই দয়ালু ব্যক্তির কাছে ধন্যবাদ জানানোর জন্য একটি গ্রামে দ্বারে-দ্বারে শত শত বাড়িতে অনুসন্ধান করেছেন। তিনি শুধু সেই দয়ালু ব্যক্তির কাছে একটি কথা "ধন্যবাদ" বলতে চেয়েছেন। একজন অন্ধ মেয়ে মায়ের জন্মদিনে মাকে একটি উপহার দিয়েছেন। তা হচ্ছে জন্ম কার্ডে ফাঁপানো অক্ষরে কিছু শব্দ। মা বুঝতে পারেন নি। তিনি অন্য লোকের কাছে সাহায্য চেয়েছেন। মা লিখনের অর্থ উপলব্ধি করার পর তিনি কান্না থামাতে পারেন নি। সেই লিখন হলো: মা, ধন্যবাদ। আপনি আমাকে মানুষ করেছেন। আপনি আমাকে চোখ দেন নি, কিন্তু আপনি আমাকে জীবন দিয়েছেন বলে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমি আপনাকে দেখতে পারি না, কিন্তু আমি চিরকাল আপনাকে ভালবাসি। ধন্যবাদ ,মা।
সত্যি, মাঝে মাঝে হাজার বা লক্ষটি কৃতজ্ঞতার কথা শুধুমাত্র ধন্যবাদ শব্দটির মাঝে বন্দী হয়ে আছে।
আচ্ছা, এখন আমরা একসঙ্গে আরেকটি গান শুনবো। গানের নাম হচ্ছে মহা সাগর।
আমাদের জীবনে ধন্যবাদ প্রয়োজন। যারা ধন্যবাদ-এর মর্ম বুঝতে পারেন না, তা জীবনও বুঝতে পারেন না। যেখানে সভ্যতার মাত্র উঁচু, সেখানে ধন্যবাদ সবসময় শোনা যায়। দরিদ্র হলে ধন্যবাদ বলার প্রয়োজন আছে, ধনি হলে ধন্যবাদ বলার প্রয়োজন আছে, বন্ধুর কাছে ধন্যবাদ বলার প্রয়োজন আছে, অপরিচিত ব্যক্তির কাছে ধন্যবাদ বলার প্রয়োজন আছে। জমির পানি শুকিয়ে গেলে মরুভূমি হতে পারে। আমাদের সমাজে ধন্যবাদ ফুরিয়ে গেলে কি হবে? অকল্পনীয়। আচ্ছা, এখন আমরা একসঙ্গে আজকের সর্বশেষ গান শুনবো। গানের নাম হলো: বিরোধকে বিদায় জানাই।
|