চীনের ভাইস-প্রেসিডেণ্ট জেং ছিং হোং ৩ জুন পেইচিংয়ে সফররত বেলারুসের প্রতিরক্ষামন্ত্রী মাল্টসেভের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন।
জেং ছিং হোং বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে চীন ও বেলারুসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নের ওপর চীন সরকার গুরুত্ব দেয় এবং পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক উপকারিতা এবং অভ্যন্তরীণ ব্যাপারে পারস্পরিত হস্তক্ষেপ না করা ইত্যাদির ভিত্তিতে চীন-বেলারুস সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক। জেং ছিং হোং আরও বলেছেন, বেলারুস যে একচীন নীতিতে অবিচল থাকে, চীন সরকার তা প্রশংসা করে এবং তাইওয়ান ও তিব্বত ইত্যাদি সমস্যায় বেলারুসের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানায়।
মাল্টসেভ বলেছেন, বেলারুস ও চীনের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ থাকে। দু'পক্ষের সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যতও দেখা দিয়েছে। দু'দেশ, দু'বাহিনীর সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীনের সঙ্গে বেলারুস যৌথ প্রয়াস চালাতে ইচ্ছুক।
|