চীনের গণ-মুক্তি ফৌজের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০০৫ সালের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ৩রা জুন পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত৬৩টি দেশের সামরিক কর্মকর্তারা উন্নয়নমূখী দেশগুলোর নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। তাঁরা আন্তর্জাতিক নিরাপত্তা সুরক্ষার উপায় অন্বেষণের চেষ্টাও করেছেন।
প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট জাও কাং সম্মেলনে বলেছেন, উন্নয়নমুখী দেশ কেবল পারস্পরিক আস্থা ও উপকারিতা এবং সমতা ও সহযোগিতার ভিত্তিতে ব্যাপকভাবে সামরিক ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা চালিয়ে, নতুন অংশীদারী সম্পর্ক গঠন আর মিলিতভাবে শক্তিশালী হবার পথ অনুসরণ করলেই, বিশ্ব-শান্তি ও মিলিত উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
জানা গেছে, মোট উন্নয়নমুখী দেশের ৮৬জন সামরিক কর্মকর্তা এই সম্মেলনে অংশ নিয়েছেন।
|