v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-03 19:46:12    
কোরিয় জাতি

cri

    চীনের পঞ্চান্নটি সংখ্যালঘু জাতির মধ্যে কোরিয় জাতি এমন একটি জাতি , যে জাতি ভালভাবে নাচ গান করতে পারে । সুতরাং চীনের কোরিয় জাতি অধ্যুষিত একটি অঞ্চল-উতর-পূর্ব চীনের চিলিন প্রেদেশের ইয়ান পিয়ান কোরিয় জাতি স্বায়ত শাস্তি বিভাগকেও নাচ গানের জন্মস্হল বলে গন্য করা হয়।

    এমুহূর্তে আপনারা যে গানটি শুনেছেন,তা কোরিয় জাতির একজন গায়িকার গাওয়া তরাচি নামে কোরিয় জাতির একটি ঐতিহ্যিক গান। গায়িকাটির গ্রামে সর্ব এই নানা ধরনের রংবেরঙের জাতীয় পোষাক পরা গ্রামবাসী দেখা যায়। বৃদ্ধবৃদ্ধা হোক কিংবা কিশোর বিশোরীই হোক না কেন, সবাই নাচ গান কররে পারে । তিনি সংবাদদাতাকে বলেছেন, জনপ্রিয়তা কোরিয় জাতির নাচ গানের একটি বৈশিষ্ট্য । উত্সবের দিনে বিরাটাকারের নাচ গান আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও অন্য দিনের কাজের বিরতির সময়েও সবাই সংগীতের তালে নাচ করতে পছন্দ করে ।আলিলং প্রভৃতি কোরিয় জাতির প্রসিদ্ধ লোকসংগীত প্রায় সবাইতে গাইতে পারে।এ সব গানের সুর সুন্দর আর সর্মস্পর্শী । একজন গাইলে সবাই সমবেতভাবে গান গাইবে এবং সংগীতের তালে নাচ করবে। ফলে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠে ।

    ইউ পিন জিয়ে কোরিয় জাতির একজন জনপ্রিয় গায়ক। তিনি বলেছেন, কোরিয় জাতির গান বিশেষভাবে নাচের উপযোগী।

    কোরিয় জাতির লোকসংগীত ঢোল বাজিয়ে সংগীতের তালে পরিবেশন করা হয় ।

    কোরিয় জাতির লোকেরা বিচিত্র নাচও রচনা করেছে ।সবচেয়ে নাম করা লোকনৃত্যের মধ্যে রয়েছে : কৃষক পরিবারের আনন্দ মৃত্য লম্বা ঢোলের নৃত্য , কলসী নৃত্য, তলোয়ার নৃত্য ইত্যাদি।

    যেমন প্রাচীনকালে কৃষি উত্পাদনের প্রচুর ফসল পাওয়ার উদযাপনে কৃষক পরিবারের আনন্দ নৃত্য তৈরী করা হয়েছে। যখন বসন্তকালে ধানের চারা লাগানো, গ্রীষ্মকালে আগাছা সাফ করা শরত্কলে ফসল পাওয়া হয়, তখন কৃষকরা কৃষিক্ষেতে প্রাচুর্যময় ফসল পাওয়ার ইচ্ছা ব্যক্ত করার জন্য নাচ গান করে।

    কলসী নৃত্য কোরিয় জাতির মহিলাদের ঐতিহ্যিক নৃত্য ।এতে জীবনযাত্রার বিচিত্র তত্পরতা পরিবেশন করার মাধ্যমে মনের অন্ত দেশের আনন্দের অনুভূতি প্রকাশ করা হয়।নৃত্যটি আনন্দ আর প্রানশক্তিতে পরিপূর্ণ ।এ প্রসংগে কোরিয় জাতির মহিলা নৃত্যশিল্পী কিম মান বলেছেন, আমি ছোটো বেলা থেকে কলসী নৃত্য পরিবেশন করতে পছন্দ করি। এই ধরনের নাচ করেত করেত আমার উড়ার মতো আরাম লাগে।

    কোরিয় জাতির কয়েকটি ধরনের নৃত্যের মধ্যে তলোয়ার নৃত্য এমন একটি নৃত্য , যার মাধ্যমে পুরোপুরিভাবে শৌর্য-বীর্য দেখানো যায়।

    কোরিয় জাতির প্রসিদ্ধ সূরকার পাক রুই সিং বলেছেন, কোরিয় জাতির লোকেরা যে উতর-পূর্ব চীনে স্থানান্তরিত হয়েছে,তখন থেকে এ পর্যন্ত শতাধিক বছর হয়ে গেল।শতাধিক বছর ধরে তারা কোরিয় জাতির স্ববৈশিষ্ট্য বজায় রেখেছে এবং তা সম্প্রসারিত করেছে।এর মধ্যে নাচ গান তো একটি প্রধান দিক।শহরাঞ্চল বা গ্রামান্ঞ্চল হোক আর ধনী বা গরীব হোক না কেন,কোরিয়া জাতির লোকেরা নাচ গান থেকে নিমেদের পৃথক করতে পারে না।

    প্রথমিক স্কুলে ভর্তি হওয়ার আগে আমি সংগীতের তালে তালে নাচ করতাম। স্কুলে ভর্তি হওয়ার পর আমি নানান বাদ্যযন্ত্র বাজাতে শিখে নিয়েছি। বাদ্যযন্ত্রের শখের জন্য আমি বাঁশি,হারমনিকা ক্ল্যারিআনিট আর আক্যরডিআনও কিনেছি।