দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি মুন ৩ জুন সিউলে জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুনির প্রতি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে জাপানী ক-শ্রেনীর যুদ্ধাপরাধীদের স্মুতিফলক সম্বলিত সমাধিতে শ্রদ্ধা তর্পননা করার দাবি জানিয়েছেন।
বান কি মুন সেদিন একটি ভাষণ দেবার সময়ে তিনি বলেছেন,ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন করা, ইতিহাস পাঠ্যপুস্তক বিকৃত করা ও দোকদো দ্বীপের মালিকানা সমস্যা হলো দঃ কোরিয়া-জাপান সম্পর্কের তিনটি প্রধান সমস্যা।এই তিনটি সমস্যা সমাধানে জাপানের ভাবভঙ্গী গুরুত্বপূর্ণ । তিনি আরো জোর দিয়ে বলেছেন, জাপানের প্রতি সারা পৃথিবীর সৃষ্টিভঙ্গী কেমন, জাপানের তা সঠিকভাবে দেখা উচিত।
দঃ কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্বন্ধে বান কি মুন বলেছেন, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র-নীতির ভিত্তি হলো দক্ষিণ কোরিয়া-মার্কিন জোটের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা।
|