ল্যাটিন আমেরিকান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যোগ-সাজশে ও সমর্থনে সরকার উত্খাত ও ধ্বংসাত্বক তত্পরতা উদঘাটনের লক্ষ্যে আন্তর্জাতিক ফোরাম ২রা জুন কিউবার রাজধানী হাভানায় উদ্বোধন হয়েছে।
এই ফোরামের প্রসঙ্গ হচ্ছে: সত্য ও ন্যায্যতা সুরক্ষার জন্য সন্ত্রাসবাদের বিরোধিতা। কিউবার রাষ্ট্রপ্রধান ফিডেল কাস্ট্রো উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, গত দশাধিক বছরে ল্যাটিন আমেরিকান অঞ্চলে সংঘটিত অনেক সন্ত্রাসী ঘটনা আদ্যোপান্ত মার্কিন সরকারের সরাসরি ষড়যন্ত্র বা সমর্থনে ঘটেছে। সেই সব বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এ সব সন্ত্রাসী ঘটনার সত্যরূপ প্রকাশ করতে হবে।
জানা গেছে, ৬০ টির বেশি দেশের ৭ শতাধিক প্রতিনিধি এই ফোরামে অংশ নিয়েছেন। যোগদানকারীরা ভাষণ দেয়ার সময়ে অনেক বেশি তথ্য-প্রমান দিয়ে দীর্ঘকাল ধরে ল্যাটিন আমেরিকান অঞ্চলে মার্কিন যোগ-সাজশ বা সমর্থনে সাধিত উত্খাত ও ধ্বংস তত্পরতা উদঘাটন করেছেন এবং মার্কিন সরকারের উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা সন্ত্রাসী পোসাদা কারিলেসকে বিচারের জন্য ভিনিজুয়েলায় ফেরত পাঠানোর আহবান জানিয়েছেন।
|