চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান মাখাই ৩রা জুন পেইচিংয়ে বলেছেন , চীন-মার্কিন বানিজ্য বিরোধ সমাধানের জন্যেচীন যথেচ্ছভাবেশাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিরোধীএবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষপাতি ।
সফররত মার্কিন বানিজ্য মন্ত্রী কার্লোস গুতিয়েরেজের সঙ্গে বৈঠক করার সময় মা খাই বলেছেন , চীন -মার্কিন আর্থ-বানিজ্যিক সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় । চীন পক্ষ মনে করে , চীন আর মার্কিন পক্ষের উচিত যার যার প্রাধান্যদিয়ে পরিপূরকের ভূমিকা পালন করা আর পারস্পরিক উপকারিতা ও উভয়ের বিজয়ের নীতি অনুসরণ করে দ্বিপাক্ষিক আর্থ-বানিজ্যিক সম্পর্কের উন্নয়ন তরান্বিত করা ।
তিনি আরও বলেছেন , যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন-চীন বানিজ্য ঘাটতি দূরীকরনের উত্তম উপায় চীনে তার রপ্তানি , বিশেষ করে হাইটেক দ্রব্যের রপ্তানি বাড়ানো , চীনা পন্যদ্রব্য আমদানী বন্ধ করা নয় ।
|