৩রা জুন পেইচিংয়ে সফররত পেরুর প্রেসিডেন্ট আলেজান্দ্রো তোলেদোমানরিকেরসঙ্গে সাক্ষাত করার সময় চীনের জাতীয় গন কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকো আশা প্রকাশ করেছেন যে , চীন ও পেরু বিভিন্ন ক্ষেত্রের আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করবে , মিলিতভাবে দুদেশের সার্বিক সহযোগিতার অংশীদারীত্বের সম্পর্ক সম্প্রসারন করার জন্যে সক্রিয় প্রচেষ্টা চালাবে ।
উ পাংকো বলেছেন , গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে চীন আর পেরু পরস্পরকে সমঝোতা ও সমর্থন করে , সহযোগিতার মধ্যে পারস্পরিকউপকারিতা , উভয়ের বিজয় এবং মিলিতভাবে উন্নয়নের নীতিতে অটল থাকে , রাজনীতি, আর্থ-বানিজ্য , বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও আইন প্রভৃতি ক্ষেত্রে এবং আন্তর্জাতিক বিষয়াদিতে দুপক্ষের আদানপ্রদান ও সহযোগিতা অনবরতভাবে সম্প্রসারণ করে সার্বিক সহযোগিতার ভাল অংশীদারে পরিনত হয়েছে । তিনি জোর দিয়ে বলেছেন , এই প্রক্রিয়ায় চীনের জাতীয় গন কংগ্রেস ও পেরুর সংসদ দুদেশের জনগনের মধ্যেকার পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্ব বাড়ানোর জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
প্রেসিডেন্ট তোলোদো বলেছেন , পেরু দুদেশের সার্বিক সহযোগিতার অংশীদারীত্বের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাবে , চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে লাতিন আমেরিকান দেশগুলোকে সমর্থন করবে । দুদেশের সংসদীয় আদান প্রদান জোরদার করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন তরান্বিত করবে বলে তিনি আশা করেন ।
|