চীনের জাতীয় শক্তিসম্পদ বিষয়ক নেতৃগ্রুপ ২রা জুন পেইচিংয়ে আয়োজিত প্রথম সম্মেলনে এ বছর ও আগামী বছরের শক্তিসম্পদের কর্তব্য গবেষণা ও বন্টন করেছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের উদ্দেশ্যে শক্তিসম্পদের কাজকে আরো গুরুত্বপূর্ণ রণনৈতিক মর্যাদা দেয়ার আহবান জানিয়েছে।
সম্মেলন চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র পরিচালনায় অনুষ্ঠিত হয়। তিনি এই নতুন প্রতিষ্ঠিত শক্তিসম্পদ বিষয়ক নেতৃসংস্থার দায়িত্বশীল ব্যক্তি। তিনি এবারকার সম্মেলনে জোর দিয়ে বলেছেন, শক্তিসম্পদ সমস্যা হচ্ছে চীনের অর্থনীতির উন্নয়ন, সমাজের স্থিতিশীলতা ও দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ রণনৈতিক সমস্যা।
এবারকার সম্মেলনে সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে শক্তিসম্পদের রণনৈতিক গবেষণা জোরদার, শক্তিসম্পদের উন্নয়ন কর্মসূচী প্রণয়ন ও পুর্ণাঙ্গকরণ, কয়লা, বিদ্যুত্ , পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি শক্তিসম্পদ শিল্পের প্রকল্পের সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিতক করা, পারমাণবিক বিদ্যুত্ , বায়ু শক্তি ও সৌর শক্তি ইত্যাদি নতুন শক্তিসম্পদ উন্নয়ন করা এবং শক্তি-খরচ কমানোর কর্তব্য সার্বিকভাবে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানানো হয়েছে।
|