চীনের সবুজায়ন তহবিলের পঞ্চম নির্বাহী কমিশনের চেয়ারম্যান ওয়াং জি পাও ৩ জুন পেইচিংয়ে বলেছেন , সবুজায়নের পুঁজি সংগ্রহের জন্য চীনের সবুজায়ন তহবিল ও আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশী কোম্পানীর মধ্যে সম্পর্ক আরও জোরদার করা হবে , যাতে আরও বেশী বিদেশী পুঁজি পাওয়া যায় ।
জানা গেছে , ১৯৮৫ সালে চীনের সবুজায়ন তহবিল স্থাপতি হয় । তার প্রধান দায়িত্ব হল চীনে গাছ বনায়ন তত্পরতা শুরু করার জন্য পুঁজি সংগ্রহ করা । জাপান , যুক্তরাষ্ট্র , কানাডা , সিংগাপুর ও ফ্রান্স ইত্যাদি দেশের কিছু সংস্থা বিভিন্ন উপায়ে এই তহবিলকে পুঁজি দান করেছে ।
|