৩১ মে থেকে চীনের হুনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে বহু এলাকায় বিভিন্ন পর্যায়ের বন্যা ঘটেছে।এসব এলাকার মধ্যে শাও ইয়াং শিন শাও জেলা, লুও তি লিয়ান ইয়ুন শহর ও শিয়াং থান শিয়াং শিয়াং শহরের দুর্যোগ পরিস্থিতি সবচেয়ে গুরুতর। এ পর্যন্ত ৪৯জন নিহত এবং ৪২জন নিখোঁজ রয়েছেন।
চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বন্যা-দুর্যোগে প্রচুর বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে, দু'লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। দুর্যোগ পরিস্থাতির ক্রমাবনতি ঘটছে।
চীনের রাষ্ট্রীয়ী পরিষদ ইতিমধ্যে বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় -সহ কয়েকটি মন্ত্রণলয়ের যৌথ দল গঠন করে হুনান প্রদেশের দুর্গত এলাকায় সহায়তা ও উদ্ধার কাজে নিযুক্ত করেছে।
|