ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী মোস্তফা মঈন ২রা জুন বলেছেন, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইরান ও যুক্তরাষ্ট্রের বিশাধিক বছর ধরে বিচ্ছিন্ন থাকা সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ করার চেষ্টা করবেন।
মুইন একইদিন বক্তৃতা দেয়ার সময় বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে ইরানের পররাষ্ট্র নীতির বৃহত্তম চ্যালেঞ্জ। ইরানকে দু'দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা-ব্যতিরেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালাতে হবে।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটার পর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং ইরানের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এর পর দু'পক্ষ বহুবার গোপনে যোগাযোগ করেছে। তা সত্ত্বেও, সম্পর্কের স্বাভাবিকায়ন হয়নি।
|