v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-03 15:50:25    
২৯ মে--৩ জুন,২০০৫

cri
চেন ইনছুয়েন হংকং বিশেষ প্রশাসনিক এলাকার প্রশাসক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে

১ তারিখে হংকংয়ের মৌলিক আইন ওবং হংকং বিশেষ প্রশাসনিক এলাকার প্রশাসন বিষয়ক কর্মকর্তা জেং ইনছুয়ানের রিপোর্ট অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় পরিষদ জেং ইনছুয়ান হংকং বিশেষ প্রশাসনিক এলাকার প্রশাসকের নির্বাচনে অংশ নেয়ার জন্যে রাজনৈতিক বিভাগের মহা পরিচালকের পদ ত্যাগ করার দাবি অনুমোদন করেছেন, এখন থেকে তিনি পদ ত্যাগ করেন।

হংকং বিশেষ প্রশাসনিক এলাকার প্রশাসকপদপ্রার্থী চেন ইনছুয়েন ২রা জুন বিকেলে হংকংয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ প্রশাসনিক এলাকার প্রশাসক নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষনা করেছেন এবং তার রাজনৈতিক কর্মসূচী ব্যাখ্যা করেছেন ।

প্রশাসক নির্বাচনে অংশ নেয়ার জন্যে তিনি রাজনৈতিক বিভাগের প্রধানের যে পদ ত্যাগ করেছেন কেন্দ্রীয় সরকার তা অনুমোদন করেছে কথাটা জেনে তিনি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন ।

তিনি বলেছেন , হংকং বিশেষ প্রশাসনিক এলাকার প্রশাসক নির্বাচনে অংশ নেওয়া তার সারা জীবনের বৃহত্তম সিদ্ধান্ত । এটা তার ব্যক্তিগত ব্রতের এক সন্ধিক্ষন । তিনি বিশ্বাস করেন যে , এক দেশ দুই ব্যবস্থার নীতির মহান পরিকল্পনা কার্যকর , হংকংবাসীদের দ্বারা হংকং শাসন এবং উচ্চ পর্যায়ের স্বশাসন সম্পর্কে তিনি আশাবাদী ।

চীনে পুঁজি বিনিয়োগের পরিবেশ বিশ্বের উন্নয়নমুখী দেশগুলোর মধ্যে প্রথম

বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত "২০০৫ সালের বিশ্ব উন্নয়নের রিপোর্টে" দেখা গেছে, চীনে পুঁজি বিনিয়োগের পরিবেশ বিশ্বের উন্নয়নমুখী দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।

এই বছর বিশ্বব্যাংকের "বিশ্ব উন্নয়নের রিপোর্ট"-এর প্রসঙ্গ হচ্ছে: পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নয়ন করা, যাতে প্রত্যেকের লাভ হয়। রিপোর্টে বিশ্বের ৫০টিরও বেশি দেশে অনুসন্ধানের মাধ্যমে, বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের পুঁজি বিনিয়োগের পরিবেশকে বিশ্লেষণ করা হয়েছে।

রিপোর্টে আরও দেখা গেছে, বর্তমানে চীনে ৭টি পুঁজি বিনিয়োগের পরিবেশ সংশ্লিষ্ট প্রধান উন্নয়ন লক্ষ বিশ্বের উন্নয়নমুখী দেশগুলোর মধ্যে প্রথম। যাতে প্রত্যেকের জি. এন. আই. ১১০০ মার্কিন ডলারে পৌঁছেছে। দেশের মধ্যম আয় প্রভেদ কমেছে। প্রত্যেকের জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশে পৌঁছেছে। যা বিশ্বের গড়পড়তা মানের চেয়ে বেশি। বৈদেশিক সরাসরি পুঁজি বিনিয়োগ প্রায় ৫০০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা বিশ্বের উন্নয়নমুখী দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।

ওয়াং কুয়াং-ইয়াঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশের সংখ্যা বাড়ানোর খসড়া-প্রস্তাবের ওপর ভোট নেয়ার বিরোধিতা করে চীন

জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুযাংইয়া ১লা জুন বলেছেন , নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশের সংখ্যা বাড়ানো সম্পর্কে জার্মানি , জাপান , ভারত আর ব্রাজিলের প্রস্তাবিত খসড়া প্রস্তাব জাতিসংঘের সংস্কার-প্রক্রিয়ারজন্যে ক্ষতিকর । তাই যদি এই চারটি দেশ জোর করে খসড়া প্রস্তাবটির উপর ভোট নেয় তাহলে চীন তার বিরোধিতা করবে ।

যে দেশগুলোস্থায়ী সদস্য দেশের সংখ্যা বাড়ানোর বিরোধিতা করে তাদের নিয়ে গঠিত "সংহতি ও ঐক্যমত আন্দোলনের" রুদ্ধদ্বার সম্মেলনে অংশ নেয়ার পর ওয়াং কুয়াং-ইয়া বলেছেন , চার দেশ গোষ্ঠীরখসড়া প্রস্তাবটি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে দুটি বিরোধী শিবিরে বিভক্ত করেছে । যদি আগামী সপ্তাহে প্রস্তাবটির উপর ভোট নেয়া হয় তাহলে চীন তার বিপক্ষে ভোট দেবে ।

ওয়াং কুয়াং-ইয়া বলেছেন , বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে আলাপপরামর্শ করে জাতিসংঘের বেশীর ভাগ সদস্যরাষ্ট্রের সমর্থন পায় এমন প্রস্তাবখুঁজে বের করবে বলে তিনি আশা করেন ।

ইতালি , স্পেন , মেক্সিকো , আলজেরিয়া , পাকিস্তান , কানাডা সহ "সংহতি ও ঐক্যমত আন্দোলনের" দশাধিক সদস্যদেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন ।

নিউ ইয়োর্ক টাইমস: চীনের মুদ্রার বিনিময় হার নীতি এশিয়ার স্থিতিশীলতা দেয়

মার্কিন নিউইয়োর্ক টাইমস ২৯ তারিখে প্রকাশিত নিকোলাস ক্রিস্টোফের প্রবন্ধে বলা হয়েছে যে, চীনের রেনমিনবি বিনিময় হার নীতি এশিয়ার কাছে স্থিতিশীলতা দিয়েছে, যাতে সারা বিশ্ব আরো সমৃদ্ধিশালী হতে পারে যায়।

প্রবন্ধে বলা হয়, সারা বিশ্বে পুঁজির আদানপ্রদান এবং, বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতা ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী দেশ যুক্তরাষ্ট্র, চীন নয়। যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি সমস্যা একটি আসল আন্তর্জাতিক সমস্যা।

প্রবন্ধে বলা হয়, আসলে, কেনাকাটার ক্ষমতার দিক থেকে হিসাব করলে, সাম্প্রাতিক বছর গুলোতে সারা বিশ্বের অর্থনীতির বৃদ্ধিতে চীনের অবদান বিশ্বের তিন ভাগের এক ভাগ, কিন্তু যুক্তরাষ্ট্রের অবদান শুধু ১৩ %।

প্রবন্ধে বলা হয়, ইতিহাসে যুক্তরাষ্ট্র এশিয়াকে যে সব প্রস্তাব দিয়েছে, সেগুলোর ফল খারাপ বলে প্রমানিত হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ জাপানকে বিপদজনক বাবল্ল অর্থনীতি এনে দিয়েছে, এবং ১৯৯৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এশিয়ার আর্থিক সংকট তীব্রতর করেছে।

লিয়াং কুয়াং লিয়ে-এর ভারত সফর শেষ

চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের কমিশনার, চীনা গণ মুক্তি ফৌজের চীফ অব দি জেনারেল স্টাফ লিয়াং কুয়াং লিয়ে ২৮ মে তারঁ ভারত সফর শেষ করেছেন। সেইদিন মুম্বাই ত্যাগ করে তুরস্কে গিয়ে তিনি তাঁর সফর অব্যাহত রেখেছেন।

ভারত সফরকালে লিয়াং কুয়াং লিয়ে ভারতের ভাইস-প্রেসিডেন্ট শেকভাট, প্রতিরক্ষা মন্ত্রী প্রনব মুখার্জি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে-আর নারায়ানান-এর সঙ্গে বৈঠক করেছেন। তাছাড়া, তিনি ভারতের স্থল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর স্টাফ প্রধানদের সঙ্গেও আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দু'দেশের বাহিনীর আদান-প্রদান সহ অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন। দু'পক্ষই বলেছে, অব্যাহতভাবে দু'দেশের বাহিনীর আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করবে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরো উন্নয়ন করবে।

লিয়াং কুয়াং লেই ভারতের বিমান বাহিনীর প্রশিক্ষণ দেখেছেন। তিনি পুনায় ভারতীয় প্রতিরক্ষা ইন্সটিটিউট, ভারতীয় নৌবাহিনীর পশ্চিম সেনাপতি মন্ত্রণালয় , মুম্বাই বাহিনীর শাখা অঞ্চল, ভারতের ভিকরান্ট নম্বর বিমানবাহী জাহাজের যাদুঘর এবং মুম্বাই নম্বর ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন।

শান্তিপূর্ণভাবে কাশ্মির সমস্যার সমাধানে পাক-ভারত প্রয়াসে চীনের প্রশংসা

চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র খুংছুয়েন ৩১মে পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , শান্তিপূর্ণভাবে কাশ্মির সমস্যার সমাধানে ভারত আর পাকিস্তান যে প্রচেষ্টা চালিয়েছে চীন তার প্রশংসা করে এবং তাকে স্বাগত জানায় ।

সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি বলেছেন , ভারত আর পাকিস্তান দুই-ই চীনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ , তাদের মধ্যে বিদ্যমান কাশ্মির সমস্যা সম্পর্কে চীন বরাবরই এই মত পোষণ করে আসছে যে , তারা সমতা আর বন্ধুত্বপূর্ণ আলোচনা ও বৈঠকের মাধ্যমে এই জটিল ঐতিহাসিক সমস্যার সমাধান করবে ।

পাকিস্তান ও জাতি সংঘের নেতারা ইসলামাবাদে বোমা হামলার তীব্র নিন্দা করেছেন

২৭ মে পাকিস্তানের প্রেসিডেন্ট মুশারাফ্ ও প্রধানমন্ত্রী আজিজ্ ওইদিন পূর্ব ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্নঘাতী বোমা হামলার তীব্র নিন্দা করেছেন। এবং সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে তদন্ত করা এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

একই দিনে জাতি সংঘের মহাসচিব আন্নান্ বিবৃতিতে এই ঘটনার প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

ওইদিন সকালে সংঘটিত এই বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

কোইজুমির কাছে তার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা-নিবেদন বন্ধ করতে জাপানের সাংসদের দাবী

২রা জুন জাপানের প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির সভায় জাপানের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ-সদস্যরা প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা-নিবেদনের আচরনের নিন্দা করেছেন এবং তার কাছে এই কার্যকলাপ বন্ধ করার দাবী জানিয়েছেন।

সভায় জাপানের কমিউনিস্ট পার্টির সংসদ-সদস্য কোইকে আকিরা বলেছেন , জুনিচিরো কোইজুমি যদি জাপানের রাষ্ট্রীয় স্বার্থের কথা বিবেচনা করেন এবং এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান তাহলে তাকে ইয়াসুকুনি সমাধিতে তার শ্রদ্ধা-তর্পণ বন্ধ করতে হবে ।

জাপানের সোশ্যাল ডেমোক্রাটিক পার্টিরসংসদ-সদস্য আবে তোমোকো সমালোচনা করে বলেছেন , কোইজুমি এশিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে ।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৭তম সম্মেলন রিয়াদে অনুষ্ঠিত

উপসাগরীয় আরব দেশগুলোর সহযোগিতা কমিটির ৭তম পরামর্শ সম্মেলন ২৮ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন, বিশেষ করে ফিলিস্তিনের সমস্যা, মধ্য-প্রাচ্যের শান্তি প্রয়াস, ইরাকের পরিস্থিতি ইত্যাদি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা বিষয়ে পর্যবেক্ষণ এবং আলোচনা করা হয়েছে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব আব্দুল রাহমান বিন হামাদ আল-আটিয়া সম্মেলন শেষে এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোর শীর্ষ নেতারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং মধ্য-প্রাচ্যের সার্বিক শান্তি বাস্তবায়নে সমর্থন করে। এবং ইরাকের চলতি রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করে আর ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে বিরোধীতা করে। সম্মেলনে অংশ নেওয়া শীর্ষ নেতারা এই সময় সন্ত্রাসদমনের উপায় বের করার উপরত্ত গুরুত্ব আরোপ করেছেন।

লেবাননে প্রাথমিক পর্যায়ের সংসদ নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক সমাজের ইতিবাচক মূল্যায়ণ

লেবাননের সংসদীয় প্রাথমিক নির্বাচনের ভালোভাবে আয়োজিত হয়েছে বলে আন্তর্জাতিক সমাজ ৩০ মে ইতিবাচক মুল্যায়ণ করেছে।

জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান তথ্য অফিসের মধ্যদিয়ে প্রকাশিত একটি ইস্তাহারে বলেছেন, এ ৩০ বছর লেবাননে বিদেশী হস্তক্ষেপ ছাড়া প্রথমবারের মতো ভালোভাবে আয়োজিত নির্বাচন খুব উত্সাহ-ব্যঞ্জক বলে তিনি প্রশংসা করেছেন। তিনি আশা করেন, বাকি তিনটি পর্যায়েরনির্বাচনও সমান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

লেবাননের সংসদীয় নির্বাচনের ই-ইউ'র পর্যবেক্ষন দলের পরিচালক জোস ইগনাসিও সালাফ্রান্কা বৈরুতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ই-ইউ'র পর্যবেক্ষন দল কয়েক গ্রুপের বিভক্ত হয়ে প্রাথমিক নির্বাচনের ভোট গ্রহণ এবং গণনা করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে। এ নির্বাচন আন্তর্জাতিক প্রথা অনুযায়ী আয়োজিত হয়েছে বলে তাঁরা মনে করেন।

ইউরোপীয় পরিষদের প্রতিনিধি দলের নেতা কার্নেরোও বৈরুতে বলেছেন, এবারের নির্বাচন লেবাননের জনগণ নিজের মতামত প্রকাশ করা এবং লেবাননের গণতন্ত্র সুসংবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

নেদারল্যান্ডে গণভোটে ই-ইউ'র সংবিধান চুক্তি নাকচ

নেদারল্যান্ডে ১ জুন আয়োজিত গণভোটে ই-ইউ'র সংবিধান চুক্তি নাকচ করা হয়েছে। এর ফলে ফ্রান্সের পর নেদারল্যান্ড হলো দ্বিতীয় ই-ইউ'র সদস্য দেশ যে এ চুক্তি নাকচ করেছে।

গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশিত হওয়ার পর, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যা পিটার বালকেনেনদ এন ও সি'র কাছে দেওয়া টেলিশিভন ভাষণে বলেছেন, এতে তিনি হতাশ হয়েছেন। কিন্তু তিনি বলেছেন, এটা নেদারল্যান্ডের ভোটারদের স্পষ্ট ইচ্ছার প্রকাশ, সরকার তাঁদের এ বাছাই সম্মান করে। একই সঙ্গে তিনি বলেছেন, ই-ইউ'র অন্যান্য সদস্য দেশের উচিত এ চুক্তি অনুমোদনের প্রক্রিয়া অব্যাহত রাখা।

নেদারল্যান্ডের সংসদের বিভিন্ন দলের নেতারাও বলেছেন, গণ ইচ্ছাকে সম্মান করে এ চুক্তি অনুমোদন করবে না।