v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-03 13:10:28    
টেবিল টেনিসের নতুন তারকা---লিউ কুও জেং

cri
    লিউ কুও জেং ৬ বছর বয়সে টেবিল টেনিস চর্চা শুরু করেন। ১৯৯১ সালে তিনি প্রাদেশিক দলে যোগ দেন। ১৯৯৪ সালে তিনি দেশের দ্বিতীয় জাতীয় দলে স্থান করে নেন। আর ১৯৯৫ সালে জাতীয় দলের খেলোয়াড়ে পরিণত হন। লিউ কুও জেং গুয়াং তোং প্রদেশের শান টৌ থেকে এসেছেন।২০০০ সালে তিনি শান তোংয়ের লু নেং টেবিল টেনিসের ক্লাবে প্রবেশ করেন। ২০০১ সালে ৪৬তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষ দলগত সেমি-ফাইনাল খেলায় তাঁর সহযোগিতায় চীন দল ফাইনাল খেলায় উন্নীত হয়।

    ১৯৯৬ সালে তিনি জাতীয় যুব চ্যাম্পিয়নশীপের পুরুষ দলগত এবং একক দফায় শীরোপা অর্জন করেন।

    ১৯৯৭ সালে চতুর্থ বিশ্ব যুব চ্যাম্পিয়নশীপে পুরুষ দলগত এবং একক দফায় তিনি স্বর্ণপদক অর্জন করেন। অস্টিয়া আর মালয়েশিয়া উন্মুক্ত প্রতিযোগিতার পুরুষ দ্বৈত প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। অষ্ট্রেলিয়া উন্মুক্ত প্রতিযোগিতার পুরুষ একক দফায় তিনি শীরোপা অর্জন করেছেন।

    ১৯৯৮ সালে এশীয় চ্যাম্পিয়নশীপে পুরুষ দলগত খেলায় তিনি স্বর্ণপদক অর্জন করেছেন।

    ১৯৯৯ সালে আন্তর্জাতিক টেবিল টেনিস ভ্রাম্যমান প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় তিনি একক দফার শীরোপা অর্জন করেছেন।৪৫তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার মিশ্র দ্বৈত দলে পঞ্চম হয়েছেন। সুইডেন উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি পুরুষ দ্বৈত দলে রৌপ্যপদক অর্জন করেছেন। চীন উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি একক দলে শীরোপা অর্জন করেছেন।

    ২০০০ সালে ৪৫তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষ দলগত খেলায় তিনি দ্বিতীয় হয়েছেন। বিশ্ব পুরুষ ক্লাব দলগত প্রতিযোগিতায় ব্রঞ্জপদক অর্জন করেছেন। এশীয় চ্যাম্পিয়নশীপে পুরুষ দলগত খেলায় তিনি শীরোপা অর্জন করেছেন। সুইডেন উন্মুক্ত প্রতিযোগিতা এবং পোল্যান্ড উন্মুক্ত প্রতিযোগিতার পুরুষ একক এবং দ্বৈত খেলায় তিনি স্বর্ণপদক অর্জন করেছেন। চুড়ান্ত খেলায় পুরুষ একক দফায় রানার্স-আপ হয়েছেন।

    ২০০১ সালে ৪৬তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষ দলগত খেলায় তিনি শীরোপা অর্জন করেছেন।মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুক্ত প্রতিযোগিতার পুরুষ একক দফার শীরোপা লাভ করেছেন। চীন উন্মুক্ত প্রতিযোগিতার পুরুষ দ্বৈত খেলায় রানার্স-আপ হয়েছেন।

    ২০০২ সালে এশীয় গেমসে পুরুষ দলগত খেলায় তিনি শীরোপা অর্জন করেছেন।

    ২০০৩ সালে এশীয় চ্যাম্পিয়নশীপে পুরুষ দলগত ,মিশ্র দ্বৈত দফায় তিনি স্বর্ণপদক অর্জন করেছেন এবং পুরুষ দ্বৈত দফায় তৃতীয় হয়েছেন। ৪৭তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার মিশ্র দ্বৈত দফায় তিনি রানার্স-আপ অর্জন করেছেন। সুইডেন উন্মুক্ত প্রতিযোগিতায় পুরুষ দ্বৈত দফার দ্বিতীয় হয়েছেন। মালয়েশিয়া উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি পুরুষ একক আর দ্বৈত দফার স্বর্ণপদক অর্জন করেছেন।

    ২০০৪ সালে ৪৭তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষ দলগত খেলায় তিনি শীরোপা হয়েছেন। জার্মান উন্মুক্ত প্রতিযোগিতায় পুরুষ একক দফার রৌপ্যপদক অর্জন করেছেন।

    ২০০৫ সালে ৪৮তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার মিশ্র দ্বৈত দফায় তিনি রানার্স-আপ হয়েছেন।

    ৪৮তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ শ্রেষ্ঠ খেলোয়াড়ে পরিণত হন। অনেক বিদেশী বলেছেন, লিউ কুও জেং চমত্কার ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছে। ২০০১ সালে ওসাকা বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় তিনি দক্ষিণ কোরীয় বিখ্যাত খেলোয়াড় এর বিরারীতে জয় লাভ করেছেন। তিনি চীনা দলের প্রথম প্রতিদ্বন্দ্বি জার্মানের বোল্লের সঙ্গে খেলার সময় চমত্কার ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন। অবশেষে বোল্ল বলেছেন, লিউ কুও জেং এর খেলা অভাবনীয়। তাঁর ইচ্ছাশক্তি খুবই শক্তিশালী। আমি তাঁকে কিছুই কৌশল নেবো না।