মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস ২ তারিখে ওয়াশিংটনে ই ইউ প্রতিনিধির সঙ্গে বৈঠক করার পর বলেছেন যে ইউরোপ বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, মর্কিন যুক্তরাষ্ট্র তা সমর্থন করে।
সেইদিন রাইস ই ইউর বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য মাদাম ওয়ালডনার, ই ইউ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির উচ্চপর্যায়ের প্রতিনিধি জেভের সোলানা, ই ইউ পালাক্রমিক চেয়ারম্যান রাষ্ট্র লুক্সেমরার্গের উপপ্রধান মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী আসেলবোর্নের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করার পর তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অংশীদার হওয়া বিশ্বে গণতন্ত্রের সম্প্রসারণ স্বাধীনতা আর সমৃদ্ধির সহায়ক।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময়, রাইস ফ্রান্স ও নেদারল্যান্ডের গণভোটে " ই ইউ সংবিধান চুক্তি" নাকচ করা সম্পর্কে মন্তব্য করেছেন, ইউরোপীয়দের উচিত নিজেই সিদ্ধান্ত নেওয়া ।
|