জার্মানির সংবাদ মাধ্যম ২ জুন জানিয়েছে, জার্মানির প্রধানমন্ত্রী শ্রোয়েদার এবং ফ্রান্সের প্রেসিডেণ্ট শিরাক ৪ জুন বার্লিনে ই-ইউ'র সংবিধান চুক্তির সংকট নিয়ে পরামর্শের জন্য জরুরি বৈঠক করবেন।
জার্মানির একজন সরকারী কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্স এবং নেদারল্যান্ড দু'দেশে গণভোটে ই-ইউ'র সংবিধান চুক্তি নাকচ করার ফলে সৃষ্ট সংকট প্রসঙ্গে জার্মানি ও ফ্রান্সের দু'নেতা জরুরি পরামর্শ করবেন। শিরাকের মুখপাত্রও এ খবরের সত্যতা স্বীকার করেছেন।
ফ্রান্স এবং নেদারল্যান্ডের গণভোটে ই-ইউ'র সংবিধান চুক্তি নাকচ করার পর, ই-ইউ এবং বিভিন্ন সদস্য দেশের নেতারা ই-ইউ'র ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত সমস্যাটি নিয়ে পরামর্শ করার জন্য নানা কূটনৈতিক তত্পরতা চালিয়েছেন।
|