২রা জুন বিশ্ব ব্যাংকের পেইচিংস্থ প্রতিনিধি অফিস সূত্রে প্রকাশ, এই বছর বিশ্ব ব্যাংক চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সহযোগিতা করে পুঁজি সংগ্রহ করবে। এর উদ্দেশ্য চীনের বেসরকারী সংস্থার নেয়া দারিদ্র্য বিমোচন কর্মসূচী সমর্থন করা।
বিশ্ব ব্যাংকের চীনা ব্যুরোর পরিচালক ডেইভিড ডলার বলেছেন, সংগৃহীতব্য পুঁজি দিয়ে সংখ্যালঘু জাতি অঞ্চলের দারিদ্র্য বিমোচন, দরিদ্র মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য পরিসেবা সরবরাহ এবং বেকার ও বহিরাগত শ্রমিকদের সাহায্য করা হবে। অনুমান করা যাচ্ছে, ৫০টি সংশ্লিষ্ট প্রকল্প বাছাই করা হবে এবং প্রত্যেক প্রকল্পে গড়ে সর্বোচ্চ আড়াই লক্ষ ইউয়ান বিনিয়োজিত হবে।
|