২রা জুন পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সফররত পেরুর প্রেসিডেন্ট আলেজান্দ্রো তোলোদো মানরিকের সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষ দুদেশের সম্পর্ক ও অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে ।
হু চিনথাও বলেছেন , প্রেসিডেন্ট তোলেদোর চীন সফর বিভিন্ন ক্ষেত্রে দুদেশের আদানপ্রদান ও সহযোগিতা এবং চীন-পেরু সার্বিক সহযোগিতার অংশিদারীত্বের সম্পর্কের বিকাশকে বলিষ্ঠভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে । দুদেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৪ বছর ধরে যে সাফল্য অর্জিত হয়েছে প্রেসিডেন্ট তোলেদো তার উচ্চ প্রশংসা করেছেন ।
বৈঠকের আগে হুচিনথাও তোলেদোর সম্মানে এক আড়ম্বরপূর্ণ অভ্যর্থনানুষ্ঠানের আয়োজন করেছেন ।
প্রেসিডেন্ট তোলেদো ২রা জুন সকালে পেইচিং পৌঁছে চীনে তার ৬দিনব্যাপী রাষ্ট্রীয়সফর শুরু করেছেন । পেইচিং ছাড়া তিনি সি আন , সাংহাই এবং কুয়াংচৌ সফর করবেন ।
|