২রা জুন জাপানের প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির সভায় জাপানের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ-সদস্যরা প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা-নিবেদনের আচরনের নিন্দা করেছেন এবং তার কাছে এই কার্যকলাপ বন্ধ করার দাবী জানিয়েছেন ।
সভায় জাপানের কমিউনিস্ট পার্টির সংসদ-সদস্য কোইকে আকিরা বলেছেন , জুনিচিরো কোইজুমি যদি জাপানের রাষ্ট্রীয় স্বার্থের কথা বিবেচনা করেন এবং এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান তাহলে তাকে ইয়াসুকুনি সমাধিতে তার শ্রদ্ধা-তর্পণ বন্ধ করতে হবে ।
জাপানের সোশ্যাল ডেমোক্রাটিক পার্টিরসংসদ-সদস্য আবে তোমোকো সমালোচনা করে বলেছেন , কোইজুমি এশিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে ।
|