চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুং ছুয়েন ২ জুন পেইচিংয়ে নিয়মিত তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, চীন পক্ষ বাণিজ্য ক্ষেত্রে মার্কিন পক্ষের যথেচ্ছ বাধা-নিষেধ আরোপের বিরোধিতা করে।
খুং ছুয়েন বলেছেন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দ্রুত উন্নত হচ্ছে, কারণ এই সম্পর্ক হলো পারস্পরিক উপকারিতামূলক ও উভয়ের বিজয়ের সম্পর্ক। শুধু এক পক্ষের স্বার্থ-ভিত্তিক সম্পর্কের মাধ্যমে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করা অসম্ভব। উন্নয়নের প্রক্রিয়ায় কিছু সমস্যা, মতভেদ ও বিরোধ থাকা খুব স্বাভাবিক। চীন পক্ষ বরাবরই পারষ্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে, পারস্পরিক উপকারিতার ভিত্তিতে সমস্যা সমাধানের মনোভাব পোষণ করে। চীন পক্ষের বিশ্বাস, দু'দেশের মিলিত প্রয়াসে সংশ্লিষ্ট সমস্যা সঠিকভাবে সমাধান করা যায়।
|