চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ২ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, একইদিনে রাশিয়ার দূর প্রাচ্য ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ অনানুষ্ঠানিক বৈঠক ত্রি-পক্ষীয় সহযোগিতা নিবিড়তার করার অনুকূল।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে খোং ছুয়েন বলেছেন, চীন, রাশিয়া এবং ভারতের সহযোগিতা অন্য চতুর্থ পক্ষের প্রতি হুমকি নয়। এটি হচ্ছে পারস্পরিক উপকারিতা ও বহুপাক্ষিক কল্যাণমূলক সহযোগিতা। চীন পক্ষ মনে করে, এ তিন পক্ষের সমঝোতা ও আদান-প্রদান আরো জোরদার করা এবং আন্তর্জাতিক ও ত্রি-পক্ষীয় আওতায় উল্লেখিত তিন দেশের সহযোগিতা ত্বরান্বিত করা রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে তিন দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার অনুকূল। চীন পক্ষ মনে করে, উল্লেখিত তিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের মাধ্যমে তিন পক্ষের সহযোগিতামূলক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
|