যুক্তরাষ্ট্রের জাপান ও পূর্ব-এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ সম্প্রতি সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, জাপানের স্বাস্থ্য, কল্যান ও শ্রম মন্ত্রণালয়ের সহকারী-মন্ত্রী মাসুহিরো মোরিওকা সম্প্রতি জাপানের যুদ্ধাপরাধীদের যে প্রশাস্তি গেয়েছে, তা অসহনীয় এবং তা পৃথিবীর প্রতি অবমাননা স্বরূপ।
মার্কিন কোলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পূর্ব-এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ডক্টর লুই শিয়াও পো বলেছেন, মোরিওকার কথায় সাম্প্রতিক বছরগুলোতে জাপানের ডানপন্থী মনোভাব পবিলক্ষিত হয়। দূরপ্রাচ্য আন্তর্জাতিক আদালতের বিচারের বৈধতার প্রতি মোরিওকার সন্দেহ সরাসরি জাপানের ডানপন্থীদের ইতিহাস উপেক্ষা এবং বিকৃত করার অপ-প্রয়াসের নতুন পর্যায় উন্নীত হওয়ার প্রবণতা দেখা যায়।
লুই শিয়াও পো জোর দিয়ে বলেছেন, "যুদ্ধাপরাধের ওপর সুন্দর প্রলেপ দেয়া হলো মানবজাতির মৌলিক মর্যাদা ও নীতির বিরোধীতা"।
|