ইরাকের পূর্বাঞ্চলের সালাহেদ্দিন প্রদেশের তুজ খুরমাতু শহরে ২রা জুন সকালে আত্মঘাতি গাড়ি-বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং অন্য ৩৮ জন আহত হয়েছে।
সালাহেদ্দিন প্রদেশের তথ্য অফিসের একজন কর্মকর্তা বলেছেন, এবারকার বিস্ফোরণ প্রায় সকাল ৮টায় ঘটেছে। এটি ইরাকের উপ-প্রধানমন্ত্রী রৌশ নোরি শাভাইসের দেহরক্ষীদের গাড়ি বহর লক্ষ্য করে চালানো হয়েছে। বিস্ফোরণ ঘটার সময় শাভাইস তাঁর দেহরক্ষীদের সঙ্গে ছিলেন না।
ইরাকের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী ও ইরাক সরকার বিরোধী সশস্ত্র শক্তি অব্যাহতভাবে সরকারী কর্মকর্তা এবং সামরিক পুলিশদের উপর হামলা চালিয়েছে। বর্তমানে নিরীহ নাগরিকসহ সাত শতাধিক লোক আহত হয়েছে।
|