দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ২ জুন সিওলে বলেছেন, দঃ কোরিয়া ও জাপান দু'পক্ষের মধ্যে দক্ষিণ কোরিয়ার "সিনপুং"নামক জেলে জাহাজের কহিত অবৈধ তত্পরতার প্রশ্নে ঐক্যমত অর্জিত হয়েছে, ফলে দু'পক্ষের নৌ-পুলিশের সংঘর্ষের অবসান হয়েছে।
এই মুখপাত্র বলেছেন, জাপান পক্ষ তার নৌ-পুলিশের টহলদার জাহাজ সরিয়ে নিতে রাজী হয়েছে এবং দঃ কোরিয়া পক্ষ "সিনপুং" জেলে জাহাজের সংশ্লিষ্ট তত্পরতা নিয়ে তদন্ত করবে। যদি "সিনপুং" সত্যিই অবৈধ তত্পরতা চালিয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে দঃ কোরিয়া তাকে জরিমানা করবে।
|