পয়লা জুন জাতি সংঘের মুখপাত্র স্টেফান দুজারিক নিউ ইয়র্ক জাতি সংঘের সদরদফতরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে, ৩১শে মে জাতি সংঘের মহাসচিব কফি আন্নান "তেলের বিনিময়ে খাদ্য" পরিকল্পনার দুর্নীতির ঘটনায় গুরুতর দুরাচারকারী জাতি সংঘের কর্মকর্তা--জোসেফ স্টেফানিদেসকে বরখাস্ত করেছেন ।
দুজারিক বলেছেন , জাতি সংঘের দরপত্র প্রক্রিয়ায় স্টেফানিদেসের অবৈধ তত্পরতার বিরুদ্ধে সার্বিকভাবে বিচারবিবেচনা করার পর, আন্নান মনে করেন যে ,এই কর্মকর্তার "গুরুতর অযথার্থ আচরণ" আছে । তিনি জাতি সংঘের কর্মকর্তার নিয়ম অনুযায়ী অবিলম্বে তাকে বরখাস্ত করেছেন । স্টেফানিদেসকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে ।
দুজারিক আরো বলেছেন, তেলের বিনিময়ে খাদ্য পরিকল্পনার দুর্নীতি- ঘটনায় আরেকজন সন্দেহজনক উচ্চপর্যায়ের কর্মকতা, এই পরিকল্পনার সাবেক দায়িত্বশীল ব্যক্তি--বেনন সেভান সম্পর্কে আন্নান বলেছেন, সকল তদন্তকরার পর , তাঁকে শাস্তি দেয়ার সিন্ধান্ত নেয়া হবে ।
|