এপেকের ২০০৫ সাল বাণিজ্য মন্ত্রী সম্মেলন ২ জুন দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে উদ্বোধন হয়েছে।
এপেকের ২১টি সদস্যের অর্থ-বাণিজ্য বিষয়ক মন্ত্রী বা প্রতিনিধি এবং ডবলিও.টি.ও'র মহাপরিচালক সুপাছাই -সহ কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই'র নেতৃত্বাধীন প্রনিতিধি দল এ সম্মেলনে অংশগ্রহণ করেছে।
জানা গেছে, দু'দিনব্যাপী সম্মেলনে ডবলিও.টি.ও'র দোহা উন্নয়ন কর্মসূচির প্রতি এপেকের সমর্থন, এ অঞ্চলে বাণিজ্যিক পুঁজিবিনিয়োগ অবাধ করা এবং সুবিধা দেওয়া এবং এ অঞ্চলের আর্থ-প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করা ইত্যাদি বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করবেন।
এপেক ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেএটি সর্বোচ্চ পর্যায়ের আর্থ-সহযোগিতা ফোরাম। চীন, চীনের তাইপেই শহর ও হংকং, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া এবং অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ বা অঞ্চল এ সংস্থার অন্তর্ভুক্ত।
|