মার্কিন বাণিজ্য মন্ত্রী গুটিএরেজ ২ জুন পেইচিংয়ে পৌঁছে তাঁর তিনদিন ব্যাপী চীন সফর শুরু করেছেন।
জানা গেছে,গুটিএরেজ চীন পক্ষের সঙ্গে অভিন্ন স্বার্থের জড়িত গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক বিষয় এবং অচিরে অনুষ্ঠিতব্য ১৬তম চীন-মার্কিন ব্যবসা-বাণিজ্য যৌথ কমিটির অধিবেশন নিয়ে মত বিনিময় করবেন। চীন সফরকালে গুটিএরেজ চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাইয়ের সঙ্গে বৈঠক করবেন। চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই-ও তাঁর সঙ্গে সাক্ষাত করবেন।
বর্তমানে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে চীন-মার্কিন সংঘর্ষ পৃথিবীর দৃষ্টি আকৃষ্ট করেছে। বিশেষজ্ঞ অনুমান করে বলেছেন, গুটিএরেজের এবারের সফরকালে, চীন ও মার্কিন দু'পক্ষ দু'দেশের বাণিজ্যিক ঘাটতি, বস্ত্রবাণিজ্য, আর.এম.পির বিনিময় হার এবং মেধা সম্পদের স্বত্বাধিকার ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
|