হংকং জনগণের শিক্ষা কমিটি ১তারিখে প্রকাশিত একটি জরীপের বিপোর্টে জানা গেছে, অধিকংশ হংকং জনগণ দেশের সাফল্যে গর্ব বোধ করে, ৭৩ শতাংশ লোক নিজেকে চীনা বলে গর্ব বোধ করে।
এই কমিটি ১৯৮৬সাল থেকে প্রতি দুই বছর একবার করে গণ শিক্ষার মতামত তদন্ত করে ।এবারকার জরীপ হল হংকং শহরবাসিদের নাগরিকত্ব এবং দেশ-সংক্রান্ত সচেতনতার উপর প্রথম তদন্ত।
তদন্ত থেকে জানা গেছে, মোটের ওপর , বেশী বয়সের ও দেশের মূলভূভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা হংকংবাসীরা নিজেদের নাগরিকত্ব এবং স্বদেশের জন্য বেশী গর্ব বোধ করে। এর সঙ্গে ৭০শতাংশ লোক দেশের মূলভূভাগের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট হয়েছে, প্রায় ৯০ শতাংশ মনে করে রাজনীতি আর অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে দেশের আন্তর্জাতিক মর্যাদা অব্যাহতভাবে উন্নত হবে।
|