v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-02 11:19:48    
নেদারল্যান্ডে গণভোটে ই-ইউ'র সংবিধান চুক্তি নাকচ(ছবি)

cri
    নেদারল্যান্ডে ১ জুন আয়োজিত গণভোটে ই-ইউ'র সংবিধান চুক্তি নাকচ করা হয়েছে। এর ফলে ফ্রান্সের পর নেদারল্যান্ড হলো দ্বিতীয় ই-ইউ'র সদস্য দেশ যে এ চুক্তি নাকচ করেছে।

    গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশিত হওয়ার পর, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যা পিটার বালকেনেনদ এন ও সি'র কাছে দেওয়া টেলিশিভন ভাষণে বলেছেন, এতে তিনি হতাশ হয়েছেন। কিন্তু তিনি বলেছেন, এটা নেদারল্যান্ডের ভোটারদের স্পষ্ট ইচ্ছার প্রকাশ, সরকার তাঁদের এ বাছাই সম্মান করে। একই সঙ্গে তিনি বলেছেন, ই-ইউ'র অন্যান্য সদস্য দেশের উচিত এ চুক্তি অনুমোদনের প্রক্রিয়া অব্যাহত রাখা।

    নেদারল্যান্ডের সংসদের বিভিন্ন দলের নেতারাও বলেছেন, গণ ইচ্ছাকে সম্মান করে এ চুক্তি অনুমোদন করবে না।

    ই-ইউ'র সংবিধান চুক্তি ই-ইউ'র সদস্য দেশে আবার নাকচ করা হয়েছে বলে, ইউরোপীয় সংসদীয় পরিষদের স্পীকার জোসেপ বোরেল ফোনটেলস, ই-ইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ লুকসাম্বার্গের প্রধানমন্ত্রী জুনকার এবং ই-ইউ'র কমিটির চেয়ারম্যান জোসে ম্যানুল বারোসো একই দিন সন্ধ্যায় বেলজিয়ামের ব্রাসেলসে আয়োজিত একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ই-ইউ'র সদস্য দেশগুলো, সংস্থাগুলো, দলগুলো এবং বেসরকারী সংস্থাগুলোর সঙ্গে একত্রে তাঁরা ই-ইউ'র সংবিধান চুক্তির সংকট সমাধানের জন্য যৌথ প্রয়াস চালাবেন। যে সদস্য দেশগুলো এখনও এ চুক্তি অনুমোদন দেয় নি, তাদেরকে এ তিনজন নেতা তাড়াতাড়ি অনুমোদন প্রক্রিয়া পালন করার তাগিদ দিয়েছেন।