প্রশ্নকর্তাঃবাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও আর টিভি ক্লাবের সভাপতি এম.এ. বারিক প্রশ্ন করেছেন ।
উত্তরঃমঙ্গোলীয় জাতির প্রধান ঐতিহ্যিক উত্সব হচ্ছে "সাদা উত্সব" অর্থবা " সাদা মাস" এর মঙ্গোলীয় ভাষার উচ্চারণ " চাকানসারেন", । এর তারিখ চীনের বসন্ত উত্সবের একই দিনে উদযাপিত হয় । কিন্তু উদযাপনের পদ্ধতি এক নয় । ইতিহাসিক দলিল থেকে জানা গেছে , প্রাচীনকালের ইউয়ান রাজবংশে মঙ্গোলীয় জাতি হ্যান জাতির বর্ষ পঞ্জীর নিয়ম গ্রহণ করেছে , এর জন্যে সাদা মাস ও বসন্ত উত্সবের তারিখ একই । মঙ্গোলীয় জাতির সাদা মাসে চিয়াওজি খাওয়া , পট্কা ফাটানো ছাড়াও, খাঁসির রোস্ট খাওয়া খুব প্রয়োজনীয় ,এর উদ্দেশ্য হচ্ছে আত্মীয়স্বজনদের মিলনের উত্সব। সাদা মাসের ভোরে প্রথম ঊষার আলো দেখা দেওয়ার পর নতুন বছর শুরু হয় এবং আবাল-বৃদ্ধ-বনিতা সবাই উত্সবের সুন্দর পোশাক পরে প্রথমে পরিবারের বয়োজেষ্ঠদের সাদা মাস উত্সবের শুভেচ্ছা জানান এবং তারপর আত্মীয়স্বজনদের কাছে গিয়ে হাদা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ।
হাদা হচ্ছে একটি সাদা ও খুব লম্বা রেশমী ওড়না । যা সম্মানের প্রতীক । মঙ্গোলীয় জাতির আরেকটি উত্সব হচ্ছে নাদামু, এর অর্থ হচ্ছে খেলাধুলা । সাধারণত মঙ্গোলীয় জাতির পুরুষদের তিনটি প্রধান ঐতিহ্যিক প্রতিযোগিতা--মল্লযুদ্ধ, ঘোড়ায় চড়া আর তীরন্দাজী ইত্যাদি। বর্তমানে নাদামু উত্সব প্রত্যেক বছরের গ্রীষ্মকাল ও শরত্কালের মাঝামাঝি সময়ে আয়োজিত হয় । আরেকটি উত্সবের নাম হচ্ছে" ঘোড়ার দুধ উত্সব" । এই উত্সবের প্রধান বিষয় ঘোড়া দুধের মদ আর খাঁসির রোস্ট খাওয়া , এর সঙ্গে সঙ্গে মঙ্গোলীয় জাতির গায়কদের লোকসংগীত গাওয়া ।
|