ইস্রাইলের প্রধানমন্ত্রী শ্যারোনের অফিস ১ জুন প্রকাশিত একটি বিবৃতিতে শ্যারোন ও ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের মধ্যে ২১ জুন বৈঠক হবে বলে ঘোষণা করেছে।
জানা গেছে, শ্যারোনের উচ্চ উপদেষ্টা ডোভ ওয়েইসগলাস ফিলিস্তিনের প্রধান বৈঠক প্রতিনিধি সাব এরেকাটের সঙ্গে একই দিন ইস্রাইল ও ফিলিস্তিনের দু'নেতার বৈঠকের সময়সূচিতে একমত হয়েছেন।
শার্ম এল-শেখে শ্যারোন ও আব্বাসের মধ্যে বৈঠকের পর এবার তাঁদের এ বছরের দ্বিতীয় বৈঠক। জানা গেছে, দু'নেতার এবারকার বৈঠকের আগে, ইস্রাইল ও ফিলিস্তিন কর্মকর্তারা যুদ্ধ বিরতি এবং একতরফা তত্পরতার বাস্তবায়ন সম্বনয় করা ইত্যাদি বিষয় নিয়ে পরামর্শ করেবেন।
|