জার্মানিতে ১ জুন প্রকাশিত একটি জরীপে জানা গেছে, জার্মান জনগণের মধ্যে ই-ইউ'র সংবিধান চুক্তির সমর্থন হার গত তিন সপ্তাহের তুলনায় বিরাট মাত্রায় কমেছে। জার্মানির পশ্চিম জার্মানি টেলিভিশন একটি বেসরকারী তদন্ত সংস্থার মাধ্যমে ভোটারের মধ্যে তদন্ত করেছে। জানা গেছে, ৫২ শতাংশ ভোটার এ চুক্তি সমর্থন করেন, যা তিন সপ্তা আগের চেয়ে ৭ শতাংশ কমেছে। ৩২ শতাংশ ভোটার বিরোধীতা করেন, যা তিন সপ্তার আগের দ্বিগুণ হয়েছে।
জানা গেছে, জার্মানিতে ২৭ মে সংসদীয় ভোটের মাধ্যমে এ চুক্তি গৃহিত হয়েছে। কিন্তু ২৯ মে ফ্রান্সে গণভোটে এ চুক্তি নাকচ করা হয়েছে বলে জার্মানির জনগণও এ চুক্তির গণভোটের অনুরোধ করেছেন।
|