v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-02 09:23:57    
১ জুন ১৯৩৬ সাল চীনের জাপ-বিরোধী লাল ফৌজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা

cri
    জাপ-বিরোধী যুদ্ধের চাহিদা অনুযায়ী, ১৯৩৬ সালের ১ জুন চীনের কমিউনিষ্ট পাটি উত্তর সেনসির পেইওয়াবাওতে চীনের জাপ-বিরোধী লাল ফৌজ বিশ্ববিদ্যলয়ের জন্ম হয়।১৯৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি ইয়েনআনে স্থানান্তরিত হয় এবং জাপ-বিরোধী সামরিক আর রাজনৈতিক বিশ্বদ্যালয় নামে পরিবর্তিত হয়।

    মাও জে তং এই বিদ্যালয়ের শিক্ষা কমিশনের চেয়ারম্যান এবং লিন পিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।সদস্যরা প্রধানত সৈন্যবাহিনীর ক্যাডারদের মধ্যে থেকে নির্বাচিত হন।তা ছাড়া কিছু কিছু যুব বুদ্ধিজীবীকেওসংগ্রহ করা হয়।শিক্ষার বিষয়গুলোতে রয়েছে , রাজনীতি, সামরিক বিষয়াদি, ইতিহাস, গণতান্দ্রিক আন্দোলন , যুক্ত ফ্রন্ট প্রভৃতি কোর্স।মাও জে ডাং এই বিদ্যালয়ের জন্য অভিলেখন লিখেছেন: " দৃঢ় আর সঠিক রাজনৈতিক অভিমুখীনতা, পরিশ্রম আর সরল কর্মরীতি, নমনীয় রণনীতি" ; " ঐক্যবদ্ধ, সর্তক, ভাব-গম্ভীর ও প্রাণবন্ত হোন"

    ১৯৩৮ সালের ডিসেম্বর শানসি প্রদেশের দক্ষিণ-পূর্ব অংশ আর হোপেই-সিনসি সীমান্ত এলাকায় যথক্রমে জাপ-বিরোধী শাখা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।১৯৩৯ সালে এই বিশ্ববিদ্যালয় উত্তর চীনের মুক্তি এলাকায় স্থানান্তরিতহয়েছে এবং পর পর ইয়েআন, আনহুয়ে প্রদেশের উত্তরাঞ্চল, চিয়াংসু প্রদেশের উত্তরাঞ্চল ইত্যাদি এলাকায় জাপ-বিরোধী লাল বিশ্ববিদ্যালয়ের শাখা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।১৯৪৫ সাল পর্যন্তমূল বিশ্ববিদ্যালয় আর ১২টি শাখা বিদ্যালয় থেকে মোট ২ লক্ষের বেশী বিপ্লবী নেতার জন্ম হয়।