আফগানিস্তানের একজন কর্মকর্তা ১ জুন স্বীকার করেছেন যে , একই দিন সকালে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহরের এক মসজিদে বিস্ফোরণ হওয়ায় কাবুলের পুলিশের আই জি সহ কমপক্ষে ৪০জন নিহত আর অন্য ৬০জন আহত হয়েছে ।
জানা গেছে , বিস্ফোরণ হওয়ার সময় মসজিদটিতে ২৯মে তালিবান সশস্ত্র শক্তির হাতে নিহত স্থানীয় ধর্মীয় নেতা মালাভি আব্দুল্লাহ ফায়েজের প্রতি শ্রদ্ধানিবেদন করা হচ্ছিল ।
এ পর্যন্ত কোনো লোক বা সংস্থা ঘটনাটির দায়িত্বস্বীকার করেনি । কিন্তু বিশ্লেষকরা মনে করন যে , সম্ভবত মালাভির হত্যাকান্ডের সঙ্গে বিস্ফোরণটি জড়িত ।
মালাভি কান্দাহার ইসলামী পন্ডিত কমিটির নেতা ছিলেন , তালিবানের বিরোধিতা করার কারণে ২৯মে দুজন তালিবান তাকে অফিসে গুলি করে মেরে ফেলেছে । এ পর্যন্ত স্থানীয় পুলিশ মোট ৫০জন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ।
|