দক্ষিণ কোরিয়ার নৌ-পুলিশের চারটি টহলদার জাহাজ এবং জাপানের তিনটি টহলদার জাহাজের মধ্যে ১লা জুন দক্ষিণ কোরিয়ার উলসান পাহাড় থেকে ২৯ কিলোমিটার দূরের জল-সীমায় সংঘর্ষ ঘটেছে। এ খবর পাওয়ার সময়, সংঘর্ষ দশাধিক ঘন্টা অব্যাহত ছিল।
দক্ষিণ কোরিয়ার পররাস্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লি কিউ হিয়ুং বলেছেন, দক্ষিণ কোরিয়া আশা করে, জাপান পক্ষ প্রথমে তার টহলদার জাহাজ সরিয়ে নেবে। তিনি বিশ্বাস করেন দু'দেশের নৌ-পুলিশদের সংঘর্ষ অবিলম্বে বন্ধ হবে। জানা গেছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের কর্মকর্তা দঃ কোরিয়ারস্থ জাপানী মিনিস্টারকে জরুরী তলব করেছেন।সঙ্গে দেখা করেছেন। দু'দেশের জল-সীমা বিষয়ক দায়িত্বশীল ব্যক্তিরা এ নিয়ে জরুরী আলোচনা করেছেন।
দক্ষিণ কোরিয়ার সূত্র বলেছে, দক্ষিণ কোরিয়ার "সিনপুং" নামক জেলে জাহাজ ভোর একটায় পুসান শহর থেকে ৪৮ কিলোমিটার দূরবর্তী সমুদ্রে কাজ করার সময়, জাপানের টহলদার জাহাজ এই জেলে জাহাজকে জাপানের অর্থনৈতিক অঞ্চলে ঢুকেছে বলে তাকে গ্রেফতার করতে চেয়েছে। তখন দু'পক্ষের নৌ-পুলিশ নিজেদের সার্বভৌমত্ব ও মোকাবেলার মনোভাব দৃঢ়ভাবে পোষণ করে।
|