ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক ৩১ মে সন্ধ্যায় তাঁর টিভি ভাষণে বলেছেন, কর্মসংস্থান সমস্যার মোকাবেলা ফ্রান্সের নতুন সরকারের অগ্রগণ্য বিষয়।
শিরাক বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্বের হার কমানো, দারিদ্র্য বিমোচন ইত্যাদি সমস্যায় নতুন সরকারের জরুরী কর্তব্য হচ্ছে কর্মসংস্থান সমস্যার সমাধান। নতুন সরকারের উচিত যে কোনো সম্ভাব্য উপায় বিবেচনা করা। সঙ্গে সঙ্গে শিরাক ফ্রান্সের ট্রেড ইউনিয়ন ও শিল্প মহলের প্রতি সরকারের সঙ্গে মিলে এই সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের সংবাদ মাধ্যম মনে করে যে, শিরাকের দেয়া টিভি ভাষণ নতুন সরকারের রীতিনীতির জন্য ভিত্তি স্থাপন করেছে।
৩১ মে সকালে শিরাক প্রধানমন্ত্রী জিন পিয়েরে রাফারিনের পদত্যাগ-পত্র গ্রহন করে স্বরাষ্ট্রমন্ত্রী দোমিনিক দ্য ভিলিপানকে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন।
|