দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র আর বানিজ্য মন্ত্রী বান কি -মুন ১ তারিখে সিউলে বলেছেন , দক্ষিণ কোরিয়া ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাবে ।
তিনি একই দিন অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন , যদিও যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠক আবারও শুরু করার জন্য প্রচেষ্টা চালিয়েছে , কিন্তু উভয় পক্ষ এখনো পরস্পরের প্রতি আস্থাশীল নয় । এই পরিপ্রেক্ষিতে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসতে উত্তর কোরিয়াকে পরামর্শ দেয়ার জন্য দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র আর চীনের সঙ্গে সহযোগিতা চালাবে । তিনি এই মত প্রকাশ করেছেন যে , এ মাসের ১১ তারিখে অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়া-মার্কিন শীর্ষবৈঠকে দক্ষিণ কোরীয়* প্রেসিডেন্ট রোহ মু হিউন মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যায় গভীরভাবে মত বিনিময় করবেন ।
|