চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের অর্থনীতি ব্যুরোর উপপরিচালক থাং ই ১লা জুন পেইচিংয়ে বলেছেন , মূলভূভাগে তাইওয়ানের কৃষিজাত দ্রব্যের বিক্রয় সম্পর্কে যে নীতি ও প্রযুক্তিগত সমস্যা জড়িত তা নিয়ে মূলভূভাগের সংশ্লিষ্ট বিভাগ এক সময় ধরে তাইওয়ান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে এবং মূলভূভাগে তাইওয়ানের কৃষিজাত দ্রব্যের বিক্রয় বাড়িয়ে দেয়ার জন্যে বিপুল প্রস্তুতিমূলককাজ করেছে ।
১ লা জুন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে থাং ই বলেছেন , মে মাসের প্রথম দিকে মূলভূভাগে তাইওয়ানের ১৮ধরনের ফল আমদানী অনুমোদিত হয়েছে এবং তাইওয়ানের ১০ ধরনের ফল আমদানীর জন্রে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়েছে ।
মূলভূভাগে তাইওয়ানের যে ৬ ধরনের ফল আমদানীতে অনুমোদন দেয়া হবে তা আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়েছে এবং যে ১০ ধরনের ফল আমদানীর শুল্কমুক্ত ব্যবস্থা নেওয়া হবে তার প্রাসঙ্গিকপ্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে ।
তিনি আরও বলেছেন , তাইওয়ানের সংশ্লিষ্ট বিভাগ তাইওয়ানী কৃষকদের স্বার্থকে গুরুত্ব দেবে এবং যততাড়াতাড়ি সম্ভব তাইওয়ানের কৃষি সংস্থাকে মূলভূভাগে এসে আলোচনা করতে অনুমোদন দেবে বলে মূলভূভাগ আশা করে ।
|