|
নেদারল্যান্ডসে পয়লা জুন ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি সম্পর্কে গণভোট শুরু হয়েছে।
ভোটদান ভোর সাড়ে সাত টায় শুরু হয় এবং রাত নয়টায় শেষ হবার কথা। জানা গেছে, প্রাথমিক ফলাফল ভোটদান শেষ হবার একটু পরেই প্রকাশিত হবে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন আনুষ্ঠানিক ফলাফল ৬ তারিখে প্রকাশ করবে।
এক দিন আগে নেদারল্যান্ডসের গণ-মাধ্যমের প্রকাশিত সর্বশেষ জনমত সমীক্ষা থেকে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি সম্পর্কে ৬১.৫ শতাংশের নেদারল্যান্ডের ভোটদাতার অধিষ্ঠান নেতিবাচক।
নেদারল্যান্ডস হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি নিয়ে গণভোট চালানো ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্যদেশের মধ্যে তৃতীয় দেশ। এর আগে দু'টি দেশে গণভোট শেষ হয়েছে। স্পেনে এ বছরের জানুয়ারী মাসে ইউরোপীয় ইউনিয়ন সংবিধান চুক্তি গৃহীত হয়েছে। পক্ষান্তরে ফ্রান্স ২৯ মে উল্লেখিত চুক্তি নাচক করেছে।
|