ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সদস্য পিটার মানডেলসন গত ৩১ মে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আর চীনের মধ্যে পরামর্শের মাধ্যমে বস্ত্রবয়ন নিয়ে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করার ব্যাপারে তিনি আশাবাদী।তিনি বলেছেন, বস্ত্রবয়ন ব্যাপারে ইউরোপীয়ন ইউনিয়ান একটি " সার্বিক পরামর্শের নিষ্পত্তি উপায়" খুঁজছে। তিনি মনে করেন, এই নিষ্পত্তিউপায় বাইরে থেকে ইউরোপীয়ন ইউনিয়নে বস্ত্রবয়ন আমদানির পরিমাণ কমাতে অনুকূল। যার ফলে ইউরোপের বস্ত্রবয়নের কাঠামো পূণরুদ্ধার করার জন্য পযার্প্ত অবকাশ সরবরাহ করা হয়েছে।
ইউরোপীয়ন ইউনিয়ান কমিশন গত ২৭ মে ঘোষণা করেছে, ইউরোপীয়ন ইউনিয়ান চীনের সঙ্গে টি শার্টআর ক্যামব্রিক এ দুটো বস্ত্রবয়নের রফতানির ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামোতে আনুষ্ঠানিক পরার্মশ করার দাবি জানিয়েছে। যার ফলে এ দু রকমের বস্ত্রবয়নের উপর " জরুরী আর বিশেষ সংরক্ষণের" প্রণালীর সূত্রপাত হয়েছে।
গত ৩০ মে চীন ৮১ রকম বস্ত্রবয়নের শুল্ক কর বাতিল করার কথা ঘোষণা করেছে।চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লেই সে দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপ পর পর চীনের বস্ত্রবয়নের উপর নিষেধাজ্ঞা জারি করার পরিপ্রেক্ষিতে চীন বস্ত্রবয়নের রফতানির উপর এই দ্বৈত চাপ দিতে চায় না।
|