৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত হংকং বিশেষ প্রশাসনিক এলাকার প্রশাসকের নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন পত্র গ্রহণ হবে।
৩১ মে হংকং বিশেষ প্রশাসনিক এলাকার সরকারের নির্বাচন বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেছেন, প্রার্থীর দারকার অন্তত ১০০জন নির্বাচন কমিটির সদস্যের স্বাক্ষর পাওয়া।
মৌলিক আইন অনুযায়ী, প্রার্থী হওয়ার শর্ত: হংকংয়ে স্থায়ী বসবাসকারী চীনা নাগরিক, বয়স ৪০ বছর বা তার বেশি, বিদেশে বসবাস করার অধিকার তাঁর নেই, এবং ভোট দেয়ার আগে হংকংয়ে অব্যাহতভাবে ২০ বছর বসবাস করেছেন।
হংকং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হু কুওসিং ৩১ মে বলেছেন, নির্বাচন পরিচালনা কমিটি অনুষ্ঠিতব্য প্রশাসকের নির্বাচন এবং ভবিষ্যতের নির্বাচন ন্যায়সংগত , প্রকাশ্য ও আন্তরিক পরিবেশে আয়োজিত হওয়ার জন্যে প্রয়াস করে। নির্বাচন চলার সময়ে, নির্বাচন পরিচালনা কমিটি, দুর্নীতি দমন কার্যালয় ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা আইন অনুযায়ী অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি।
|