নোবেল পুরস্কার বিজয়ীদের পেইচিং ফোরামে অংশগ্রহণকারী বিখ্যাত অর্থনীতিবিদ , নোবেল অর্থনীতি পুরস্কারের বিজয়ী, মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভের্নোনল সমিথ ৩১ মে ভাষণ দেওয়ার সময় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অব্যাহতভাবে চীনকে একটি বাণিজ্য সংরক্ষণবাদী দেশ সিহেবে মনে করা উচিত না। তাদের উচিত চীনকে একটি অংশীদারি দেশ মনে করা। চীনের বস্ত্রপণ্যের ওপর আধানিষেধ আরোপ করা যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্বার্থের প্রতিকূল।
ভের্নোনল সমিথ বলেছেন, চীনের বস্ত্রপণ্যের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরোপিত বাধানিষেধ ইত্যাদি সংঘর্ষের উত্পত্তি অর্থনীতি ক্ষেত্র থেকে নয়, বরং কেউ কেউ বাণিজ্যে হস্তক্ষেপ করতে পছন্দ করে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য অব্যাহত বাড়ছে , তা দু'দেশ সহ অন্যান্য দেশেরও অনুকূল। আরোপিত চীনের বস্ত্রপণ্যের ওপর ইউরোপের বাধানিষেধ আরোপের নীতি একটি নেতিবাচক নীতি।
তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতির মধ্যে উচ্চ পর্যায়ের পরস্পর অনুপুরক সম্পর্ক থাকে। এ দু'দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক আদান-প্রদানে অব্যাহতভাবে উত্সাহ দেওয়া উচিত।
|