
এখানে ক্লিক করুন ছবিগুলো দেখুন
কানাডার নাটালি গ্লেবোভা ২০০৫ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন । থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৭০টি দেশের কোটি কোটি মানুষ টেলিভিশনে এই আনন্দঘন অনুষ্ঠানটি উপভোগ করেন । মঙ্গলবার এই অনুষ্ঠানের শেষ পর্ব অনুষ্ঠিত হয় ।
সোনালী চুলের নীলাক্ষী ২২৩ বছরের এই সুন্দরী তরুনী রাশিয়ায় জন্মগ্রহণ করেন । পরে কানাডার অভিবাসী হন । তিনি পুয়েরতো রিকো'র সিনথিয়াকে পিছে ফেলে এই পুরস্কার বিজয়ের গৌরব অর্জন করেন । সিনথিয়া প্রথম রানার-আপ হন ।
৮১ জন তরুনী এই ঝলমলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । তারা সবাই সনামিতে নিহতদের স্মরণে এই মিনিট নীরবতা পালন করেন ।
|