৩১ মে ইরাকের অন্তবর্তিকালিন সরাকরের প্রেসিডেন্ট তালাবানি বলেছেন, তিনি আশা করেন, সাবেক প্রেসিডেন্ট সাদামকে দু'মাসের মধ্যে বিচার করা হবে।
তালাবানি বলেছেন বর্তমানে ইরাকের অন্তর্বতিকালিন সরকার সাদামকে বিচার করার প্রস্তুতি সুসম্পন্ন করার প্রয়াস করছে, যাতে দু'মাসের মধ্যে বিচার শুরু করা যায়।
কিন্তু আইন বিশেষজ্ঞ বলেছেন, সাদামকে বিচার করার কাজ ২০০৬ সালেই শুধু চালানো যাবে, কারণ প্রথমে সাদামের আমলের উচ্চ পদস্থ কর্মকর্তদেরকে বিচার করতে হবে, তারপর সাদামকে বিচার করা হবে।
|