বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্র ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণের দুইদিনব্যাপী কর্মসূচীর শেষ দিবসে গতকাল মঙ্গলবার ৪০টি স্থানে খাবার ও কাপড় বিতরণ করেন । রাজধানীর খাবার বিতরণের স্থানগুলোতে কোরানখানি ও মিলাদ মাহফিল এবং শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাতও অনুষ্ঠিত হয় ।
মগবাজার , মধুবাগ , সিদ্ধেশ্বরী , বাংলামোটর , পান্থপথ , কাওরানবাজার-এফডিসি গেট , ফার্মগেট , গ্রীন রোড , আগারগাঁও , মিরপুর , পল্লবী , গাবতলী , কল্যাণপুর , শেওড়াপাড়া , তালতলা , কচুক্ষেত , শাহীনবাগ , মানিকদি প্রভৃতি স্থানে প্রধানমন্ত্রীর খাবার ও কাপড় বিতরণকালে হাজার মানুষের জমায়েত ঘটে । শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ বেগম জিয়ার সঙ্গে রাস্তায় নেমে আসে ।
|