খরতাপের তীব্র দহনে এখন অতিষ্ঠ সমগ্র দেশের নগর , গ্রাম , জনপদ । গত ২৪ মে থেকে একটানা ৮ দিন দেশে অস্বাভাবিক গরম অব্যাহত রয়েছে । প্রচন্ড গরমে গতকাল মঙ্গলবার হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ১৫ জনের মৃত্যু হয়েছে । সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বহু মানুষ । আরও দু'একদিনের আগে গরম কমবে না ।
সারাদেশে এখন এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চাইতে ৩ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস বেশী উত্তাপ বিরাজ করছে । গত এপ্রিল মাসের শেষদিকে প্রচন্ড গরমের পর তাপমাত্রা হ্রাস পেয়ে স্বস্তি নেমে এলেও ২৪ মে থেকে আবার তপ্ত হয়ে উঠেছে সারাদেশ । সেই সঙ্গে বৃষ্টিও প্রায় বন্ধ । আর্দ্রতাও বেশি । ফলে গরম হয়ে উঠেছে দুঃসহ । এ বছর সবচাইতে বেশি গরম পড়েছিল গত ২৭ এপ্রিল চুয়াডাঙ্গায় । ঐদিন সেখানে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস ।
|